14 December, 2023

BY- Aajtak Bangla

ঘনঘন খাবারে চুল পাচ্ছেন? জেনে নিন কীসের লক্ষণ

বেশিরভাগ বাড়িতে মহিলারা রান্নাবান্না করে থাকেন। স্বাভাবিকভাবে নিজের অজান্তেই চুল উড়ে পড়ে।

আবার বাজারের সবজির সঙ্গেও অনেকসময় চুল জড়িয়ে থাকে। সেক্ষেত্রে ভাল করে দেখে না ধুলে খাবারে চুল পেতে পারেন।

খাবারে চুল পেলে খাওয়ার ইচ্ছেই মরে যায়। বমি বমি পায়।

ঘনঘন খাবারে চুল পেলে জ্যোতিষ মতে এর কিছু দিক আছে। যা মোটেও শুভ লক্ষণের ইঙ্গিত দেয় না।

খাবারে বারবার চুল পেলে তা আসন্ন সংকটের আভাস দেয়।

রাশিতে রাহু ভারী থাকলে খাবারে ঘনঘন চুল পেতে পারেন।

আবার পিতৃদোষের কারণেও খাবারে চুল পেতে পারেন।

পিতৃপুরুষ কোনও বিষয়ে রেগে থাকলে এমন কাণ্ড ঘটতে পারে।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে যদি খাবারে চুল থাকে, তবে সেই খাবার না খাওয়াই ভাল।

(Disclaimer: তথ্যটি বিশ্বাস ও বিভিন্ন মাধ্যমের ওপর ভিত্তি করে লেখা। তথ্যটির সত্যতা যাচাই করা হয়নি। বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে তথ্যটি যাচাই করতে পারেন।)