BY- Aajtak Bangla

বাড়ির ঠিক এদিকে রাখুন ঘড়ি, দেখবেন টাকার অভাব হবে না

v

8 June 2024

বাস্তুতে ঘড়ির মাহাত্ম্য অনেক। ঘড়ি টাঙানোরও সঠিক দিক আছে বলে মনে করা হয়।

ঘড়ি বাড়িতে এনার্জির ফ্লোকে নিয়ন্ত্রণ করতে পারে বলে মনে করেন বাস্তু বিশারদরা।

সেই সঙ্গে ঘড়ির রঙ, আকারও মাথায় রাখা গুরুত্বপূর্ণ। 

পূর্ব ও উত্তর দিকে রাখা ঘড়ি শুভ। এর ফলে জীবনে শৃঙ্খলা আসে বলে মনে করা হয়।

অন্যদিকে সূর্যাস্তের দিক- পশ্চিমে ঘড়ি টাঙানো উচিত নয় বলে মনে করা হয়।

দক্ষিণ দিকে ঘড়ি রাখলে তা সময়ের অভাব সৃ্ষ্টি করতে পারে বলে বাস্তুমতে মনে করা হয়। 

ঘড়ি কখনও দরজার উপরে রাখা উচিত নয়। এতে কোনও কাজে ফল মেলে না। কাজে আসে বাধা। হাওয়া কাজও হয় না। 

  ঘরে কখনও ভাঙা ও বন্ধ ঘড়ি রাখবেন না। ঘড়ি সবসময় সচল রাখবেন। বন্ধ ঘড়ি দুর্ভাগ্য আনে।

ঘড়ির কাঁটা আগে-পরে রাখবেন না। এতে জীবনে বাধাবিপত্তি আসে। কারেক্ট টাইমে রাখবেন

ঘরে হালকা রঙের ঘড়ি লাগাতে হবে। গাঢ় রঙের ঘড়ি নেতিবাচকতা আনে।