BY- Aajtak Bangla
9 FEBRUARY, 2024
প্রাচীনকাল থেকেই বাড়ির প্রধান দরজা বা দোকানে লেবু- লঙ্কা ঝুলতে দেখা যায়।
বলা হয়, এতে নাকি কারও কু-নজর পড়ে না এবং সংসারের মঙ্গল হয়।
শুধু ভারত নয়, গ্রিসেও এই প্রথা নাকি খুবই জনপ্রিয়। তবে গ্রিসে লেবু-লঙ্কার বদলে দরজায় পেঁয়াজ ঝুলিয়ে রাখা হয়।
বিশ্বাস করা হয়, এতে হারিয়ে যাওয়া সৌভাগ্য ফিরে আসে।
কলি বের হওয়া পেঁয়াজ গ্রিসের মানুষরা দরজায় ঝুলিয়ে রাখেন।
তারা বছরের শেষ দিনে এক গোছা পেঁয়াজ ঝুলিয়ে দেন বাড়ির দরজায়।
এই পেঁয়াজ দিয়েই আবার বছরের প্রথম দিনে বাড়ির ছোটদের মাথায় টোকা দিয়ে ঘুম ভাঙানো হয়।
বিশ্বাস অনুযায়ী, এতে সৌভাগ্য ফেরে এবং দেশে উর্বরতা বৃদ্ধি পায়। তাই বহুকাল ধরে এই প্রথা মেনে আসা হয়ে আসছে গ্রিসে।