BY- Aajtak Bangla
2 April 2024
ঘরের মূল দরজা মানে হল প্রবেশ পথ। ফলে বাস্তু মতে সেই জায়গা এমন করা উচিত, যাতে ইতিবাচক শক্তির প্রবেশ ঘটে।
অনেকেই ঘরের দরজায় দেবতার ছবি রাখেন।
আবার কেউ কেউ সদর দরজায় লেবু-লঙ্কা ঝোলান।
বাস্তু মতে, ঘরের দরজায় আম পাতা ঝোলালে দারুণ উপকার পাওয়া যায়।
আম পাতা দড়ি দিয়ে বেঁধে ঘরের দরজায় ঝোলালে সৌভাগ্য আসে বলে মনে করা হয়।
বিশ্বাস করা হয়, বাড়ির সদর দরজায় আম পাতা ঝোলালে মা লক্ষ্মী প্রসন্ন হন। ফলে অর্থলাভ হয়।
মনে করা হয়, ঘরের দরজায় আম পাতা ঝোলালে কখনও টাকার অভাব হবে না। ধনসম্পত্তিতে ভরে উঠবে জীবন। ।