13 November 2023
BY- Aajtak Bangla
জ্যোতিষ মতে, বিশেষ কিছু রাশির জাতক জাতিকার উপর নির্দিষ্ট দেবতাদের আলাদা প্রভাব থাকে। সেই নির্দিষ্ট দেবতার অর্চনা করলে সেই রাশির জাতক জাতিকারা সুফল লাভ করেন।
জ্যোতিষ মতে, হনুমানজী, বজরংবলীর পুজো নির্দিষ্ট কিছু রাশির মানুষের জীবনে বড়সড় প্রভাব ফেলে। কারণ বজরংবলী সদয় হলে সেই রাশির ব্যক্তিদের উপর শনি সদয় হন।
ফলে তাঁদের জীবনে বাধা বিপত্তি কম আসে। কোনও ভাল কাজ করলে দ্রুত তার সুফলও লাভ করেন।
তাই আসুন, দেখে নেওয়া যাক, কোন কোন রাশির জাতক জাতিকাদের উপর বজরংবলীর আশীর্বাদ থাকে।
সিংহ রাশি: এই রাশির জাতক জাতিকাদের উপর বজরংবলীর কৃপা থাকে। ফলে নিয়মিত হনুমানজীর পুজো করলে এঁরা যে কোনও বাধা এড়িয়ে সহজে কাটিয়ে উঠতে পারেন।
বৃশ্চিক রাশি: এই রাশির জাতক জাতিকাদের জীবন নানা ওঠানামার মধ্যে দিয়ে যায়। কয়েক মাস বেশ ভালই সময় কাটে, আবার হঠাৎ চরম দুঃসময় ঘনিয়ে আসে।
কুম্ভ রাশি: এই রাশির জাতক জাতিকারাও বজরংবলীর আশীর্বাদ ধন্য হন। আর সেই কারণেই তাঁদের নিয়মিত হনুমানজীর পুজো করা প্রয়োজন।
মেষ রাশি: এই রাশির জাতকদের জীবনেও হনুমানজির বিশেষ কৃপা থাকে। সেই কারণে মেষ রাশির জাতক জাতিকাদের প্রবল আত্মবিশ্বাস থাকে।
প্রতি মঙ্গল-শনিবার হনুমানজীর পুজো করুন। লাল ও গেরুয়া ফুল দিন। লাড্ডু ও কলা প্রসাদ নিবেদন করুন। হনুমান চালিসা পাঠ করুন।