24 JULY, 2023

BY- Aajtak Bangla

রোজ করেন পুজো, মহিলারা কি আদৌও হনুমানজির পুজো করতে পারেন?

মঙ্গলবারের দিনটিকে হনুমানজির পুজোর জন্য সমর্পিত করা হয়েছে।

বিশ্বাস করা হয় যে এইদিন মঙ্গলকারী হনুমানজির পুজো করলে জীবনের সমস্ত কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়।

বিশ্বাস করা হয় যে হনুমানজির পুজো কেবলমাত্র পুরুষেরাই করতে পারেন। কারণ পবনপুত্র ব্রহ্মচারি।

কিন্তু মহিলারাও হনুমানজির পুজো করতে পারেন। তবে কিছু নিয়ম মেনে এই পুজো করতে হবে।

পুজোর সময় মহিলারা হনুমানজির মূর্তিকে স্পর্শ করবেন না।

এমনকী হনুমানজির পা স্পর্শ করবেন না। কারণ হনুমানজি মহিলাদের খুব সম্মান করেন আর সব মহিলারাই তাঁর মায়ের সমান।

হনুমানজিকে পঞ্চমৃত দিয়েও স্নান করাতে পারবেন না মহিলারা। এতে তাঁর ব্রহ্মচারিত্বকে অপমান করা হয়।

চোলা, বস্ত্র সহ বেশ কিছু জিনিস মহিলারা যেন হনুমানজিকে না চড়ায়। এগুলি কোনও পুরুষকে দিয়ে যেন চড়ানো হয়।

মাথা নত করতে হবে না হনুমানজির সামনে। হাতজোড় করে প্রার্থনা করলেই হবে।

হনুমানজিকে মহিলারা সিঁদুরও অর্পণ করবেন না। বজরং বাণ-এর পাঠও করবেন না।