BY- Aajtak Bangla

 বাড়িতে এসব প্রাণীর আগমন মানেই আসছে সুখবর 

9 SEPTEMBER, 2023

জীবনে এমন অনেক ঘটনা ঘটে, যা কোনও  পরিস্থিতির আগাম ইঙ্গিত দেয়। 

বাস্তুশাস্ত্র অনুসারে ঘরে সুখ - সমৃদ্ধি আসার আগেই কিছু পরিবর্তন আসতে শুরু করে। 

ধর্মীয় বিশ্বাস অনুসারে, এমন অনেক প্রাণী রয়েছে যাদের ঘরে আসা শুভ বলে মনে করা হয়।

বাড়ির উঠানে বা বারান্দায় থাকা গাছে পাখির বাসা তৈরি হওয়া শুভ। এটি দারিদ্র্য দূর করে।

হঠাৎ যদি ঘরে কালো পিঁপড়ের ঝাঁক দেখা দিতে শুরু করে, তাহলে বুঝবেন টাকার সঙ্কট বাড়ি থেকে চলে যেতে চলেছে। 

ঘরে তিনটি টিকটিকি একসঙ্গে দেখা গেলে তা শুভ বলে মনে করা হয়। এতে ঘরে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসে।

বাড়িতে টিয়াপাখির আগমনও খুব শুভ বলে মনে করা হয়। কারণ টিয়া ভগবান কুবেরের সঙ্গে সম্পর্কিত।

জ্যোতিষশাস্ত্রে কচ্ছপের আগমনকে শুভ বলে মনে করা হয়। কচ্ছপের আগমন ঘরে ইতিবাচকতা নিয়ে আসে।