BY- Aajtak Bangla
31st January, 2025
সরস্বতী পুজো মানেই শিশুদের হাতেখড়ির দিন। প্রাচীন সময় থেকেই সরস্বতী পুজোয় হাতেখড়ির প্রচলন রয়েছে।
পড়াশোনা শুরুর আগে সরস্বতীর সামনে পুজো দিয়ে হাতেখড়ি হয় শিশুদের।
বাঙালি হিন্দু শিশুদের লেখাপড়া সাধারণত শুরু হয় হাতেখড়ির মধ্যে দিয়ে।
এবারের সরস্বতী পুজোয় হাতেখড়ি দেওয়ার সবচেয়ে শুভ সময় কখন পড়েছে? কখন সেই অমৃত যোগ?
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী, বসন্ত পঞ্চমী তিথি শুরু হবে রবিবার সকাল ৯টা ১৬ মিনিটে।
মাহেন্দ্রক্ষণ বেলা ১২টা থেকে দুপুর ১টা ৪০ মিনিট।
বসন্ত পঞ্চমী তিথি শেষ হবে সোমবার সকালে। সোমবার সকাল ৬টা ৫৩ মিনিট থেকে ৭টা ৪৭ মিনিট পর্যন্ত মাহেন্দ্রক্ষণ।
সরস্বতী পুজোয় পঞ্চমী তিথিকালীনই হাতেখড়ি দেওয়া যাবে।
তবে মাহেন্দ্রক্ষণে হাতেখড়ি দিতে পারলে সবচেয়ে ভাল।