BY- Aajtak Bangla
17 February, 2024
হিন্দু ধর্মে জবা ফুলের আলাদা মহিমা রয়েছে।
পুজোয় জবা ফুল লাগে। বিশেষ করে কালীপুজোয় জবা ফুলের চাহিদা থাকে।
বাস্তু মতে, বাড়িতে জবা ফুলের গাছ লাগানো শুভ।
শুধু কালী নন, মা লক্ষ্মীও লাল জবা ফুলে তুষ্ট হন।
জ্যোতিষ মতে, লাল জবা ফুলের গাছ বাড়িতে থাকলে আর্থিক সমস্যা দূর হয়।
প্রতি শুক্রবার মা লক্ষ্মীকে লাল জবা ফুল অর্পণ করে লাভবান হবেন।
১১টি শুক্রবার টানা এই কাজ করলে আর্থিক সমস্যার সমাধান হয়।
জবা ফুল দিয়ে সূর্যের পুজো করলে উপকার পাবেন। সংসারে সুখ বজায় থাকবে।
বাস্তু মতে বাড়ির পূর্ব বা উত্তর দিকে জবা গাছ লাগানো শুভ।