BY- Aajtak Bangla
9 April 2024
আমাদের জীবন কোন খাতে বইবে, তা নাকি আগে থেকেই সব ঠিক করা থাকে।
কথায় বলে, জন্ম-মৃত্যু-বিয়ে সবই বিধাতার লিখন। কেউ খন্ডাতে পারেন না।
পণ্ডিত চাণক্য তেমনই কিছু কথা বলে গিয়েছেন। তাঁর মতে, এমন কিছু জিনিস রয়েছে, যা জন্মের আগে থেকেই ঠিক করা রয়েছে।
এক জন মানুষ কত দিন বাঁচবেন, তাঁর আয়ু কত? তা জন্মের আগেই ঠিক হয়ে যায় বলে জানিয়েছেন চাণক্য।
চাণক্যের মতে, একজন মানুষ কত বছর বাঁচবেন, তা ওই ব্যক্তি মাতৃগর্ভে থাকাকালীনই ঠিক হয়ে যায়।
চাণক্যের মতে, প্রতিটি মানুষ যতদিনের আয়ু নিয়ে পৃথিবীতে এসেছেন, তার আর নড়চড় হয় না।
চাণক্যের মতে সবই জন্মের আগেই ঠিক হয়ে যায়।
কোনও ব্যক্তি কবে কোন অবস্থানে মারা যাবেন, তা জন্মের আগেই স্থির হয়ে যায়, এমনটাই বলেছেন চাণক্য।