15 AUGUST, 2024
BY- Aajtak Bangla
রাখি বন্ধন উৎসব ভাই বোনের পারস্পরিক ভালোবাসার প্রতীক।
রাখি বন্ধনের দিন বোনেরা ভাইয়ের কব্জিতে রাখি বাঁধেন।
এ বছর ১৯ অগাস্ট সোমবার পালিত হবে রাখি বন্ধন উৎসব।
রাখি বন্ধনে অনেক নিয়ম মেনে চলতে হয়।
ভাইকে রাখি পরানোর সময়, বোনদের গিঁট বাঁধার বিষয়ে বিশেষ যত্ন নেওয়া উচিত। রাখিতে তিনটি গিঁট বাঁধতে হবে।
ভাইকে রাখি পরানোর সময়, বোনদের গিঁট বাঁধার বিষয়ে বিশেষ যত্ন নেওয়া উচিত। রাখিতে তিনটি গিঁট বাঁধতে হবে।
রাখিতে তিনটি গিঁট বাঁধা খুবই ভালো। প্রথম গিঁট ভাইয়ের দীর্ঘায়ু কামনায়। দ্বিতীয় গিঁট বোনের দীর্ঘায়ু কামনায়। তৃতীয় গিঁটটি দুজনের সম্পর্কের দৃঢ়তার জন্য।
এছাড়া বিশ্বাস অনুসারে এই তিনটি গিঁট দেবতাদের সঙ্গে সম্পর্কিত। এটি তিন দেবতা ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশের সঙ্গে সম্পর্কিত।