10 May, 2024
BY- Aajtak Bangla
এই বিশ্বে টাকা ছাড়া কোনও কিছু কল্পনা করা যায় না। খেতে,উঠতে, বসতে টাকা লাগে।
অসুখ হোক বা বিয়ে টাকা ছাড়া চলা যায় না। তাই যারা এখনও মনে করেন জীবনে টাকা লাগে না, এই ভুল ধারণা ভেঙে ফেলুন। তাই কীভাবে উপার্জন বাড়াবেন তা ভাবুন।
বাড়িতে কিছু বাস্তুগত পরিবর্তন করে কোটিপতি হতে পারেন।
জ্যোতিষ মতে, বাস্তু সঠিকভাবে মেনে চললে, জীবনে উল্লেখযোগ্য এবং ইতিবাচক পরিবর্তন লক্ষ করা যায়। ফলে ঘরে যেমন অর্থের প্রবাহ বাড়ে তেমনই অযাচিত খরচ কমতে পারে।
বাস্তু অনুসারে, ধন-সম্পদের দেবতা কুবেরের অবস্থান হল উত্তর দিক। তাই উত্তরদিকে আলমারি রাখতে হবে।
বাড়িতে পর্যাপ্ত জায়গা না থাকলে পূর্ব দিকে মুখ করেও আলমারি রাখতে পারেন। আলমারি দেওয়াল থেকে কমপক্ষে ১ ইঞ্চি দূরে রাখবেন।
আলমারির ভিতরে কোনও আয়না রাখবেন না। আয়না অপ্রয়োজনীয় ব্যয় বাড়াতে পারে।
আলমারির ভিতরে কখনও পারফিউম বা কোনও সুগন্ধী রাখবেন না। এতে হাতের টাকা জলের মতো বেরিয়ে যাবে।