7 October, 2024
BY- Aajtak Bangla
হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থ শ্রীমদ্ভগবদ গীতা। যা মানুষকে সঠিক জীবনযাপনের পথ দেখায়। গীতা জীবনে ধর্ম, কর্ম এবং প্রেমের পাঠ শেখায়।
গীতা একটি সম্পূর্ণ জীবন দর্শন। যা অনুসরণ করলে ভয়-কষ্ট থেকে দূরে থাকা যায়। গীতার জ্ঞান নিয়ে হতে পারেন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ।
মহাভারতের যুদ্ধের সময় অর্জুন দ্বিধাগ্রস্ত হয়েছিলেন। অর্জুনকে কৃষ্ণ কর্মযোগের পাঠ দিয়েছিলেন। সেই পাঠই হল গীতা।
আশা করা অন্যায় অন্যের কাছ থেকে কিছু আশা করা বৃথা। প্রত্যাশাই ব্যক্তির দুঃখের কারণ।
ফলের চিন্তা নয় ফলের চিন্তা ছেড়ে নিজের কাজে মনোযোগ দিন। ফল মনের মতো না হলেও অবসাদগ্রস্ত হবেন না।
নিজেই চালিকাশক্তি জয়ের জন্য নিজেকে উদ্বুদ্ধ করুন। তাই নিজেকে জয় করতে হবে।
ভয় ও চিন্তামুক্ত হয়ে নামতে হবে লড়াইয়ের ময়দানে।
নিজের উপর নিয়ন্ত্রণ রাগই বুদ্ধিভ্রষ্টের কারণ। তাই রাগ সবসময় নিয়ন্ত্রণে রাখা উচিত।
সব সমস্যার সমাধান হয়ে যাবে ঠান্ডা মাথায়। রাগ আর অহংকার এই দুটো মানুষকে ধ্বংস করে।
ধৈর্যচ্যুতি নয় কখনও ধৈর্য হারালে চলবে না। বরং নিজের উপর বিশ্বাস রাখুন। কর্মকেই অগ্রাধিকার দিতে হবে।
কাজ না করে শুধু অদৃষ্টের ভরসায় বসে থাকলে সাফল্য আসবে না।