BY- Aajtak Bangla

জীবনে সুখ-শান্তি চান? বাড়ির প্রধান দরজায় নজর দিন

13 AUGUST, 2023

বাড়ির প্রবেশদ্বার দিয়ে ঘরে ঢোকে পজিটিভ এনার্জি। তাই ঘরের সুখ-শান্তির ক্ষেত্রে বাড়ির প্রধান দরকার গুরুত্ব অসীম।

বাস্তুকে মাথায় রেখে তাই প্রধান দরজা সাজিয়ে তুলুন এইভাবে।

প্রধান দরজায় নেমপ্লেট লাগাতে ভুলবেন না। এটা পজিটিভ এনার্জিকে আকর্ষণ করে।

প্রধান দরকার কাছে ডোরম্যাট রাখতে ভুলবেন না। কারণ এটা নেগেটিভ এনার্জিকে শুষে নেয়। ফলে ঘরে পজিটিভ এনার্জি বিরাজ করে।

প্রবেশ দ্বারের কাছে কোনও দেব-দেবীর মূর্তি রাখা শুভ বলে মনে করে বাস্তু। তাই লক্ষ্মী বা গণেশের ছবি রাখতে পারেন।

কোনও গাছ, মন্দির বা বিল্ডিংয়ের ছায়া যেন দরজায় না পড়ে। বাস্তুমতে এই ছায়া অশুভ বলে মনে করা হয়।

মূল প্রবেশদ্বার আয়তাক্ষেত্র হতে হবে। তবেই সুফল পাওয়া যাবে।

দরজার সামনে কোনও লিফট বা সিঁড়ি যেন না থাকে। এমনটা হলে ঘরে শান্তি ধরে রাখা মুশকিল।

হালকা ও পজিটিভ সাউন্ড থাকবে এরকম ডোরবেল নির্বাচন করুন। ঘরে পজিটিভিটি থাকবে।

ঘরের প্রধন দরজা দিয়েই পজিটিভিটি ঢোকে তাই এই জায়গা সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন।