12  FEBRUARY, 2025

BY- Aajtak Bangla

বাড়িতে অশুভ আত্মা রয়েছে, এই গন্ধগুলিতে বোঝা যায়

ভূতের অস্তিত্ব নিয়ে নানা মুনির নানা মত। কারও দাবি, ভূত আছে, কারও দাবি নেই।

কেউ কেউ আবার দাবি করেন, তিনি নাকি দেখেছেন ভূত। এই প্রতিবেদনটি তাঁদের জন্য, যাঁরা আত্মার অস্তিত্বে বিশ্বাস করেন।

আমাদের আশপাশের কিছু বিশেষ গন্ধই জানান দেয়, অতৃপ্ত আত্মা ঘুরছে কাছেই।

এমনকী ঘরেই রয়েছে। সেই বিশেষ গন্ধ যদি আপনি চিনতে পারেন, তাহলে বুঝতে পারবেন।

কোনও কারণ ছাড়াই গোলাপ, লাইল্যাক ও জুঁই ইত্যাদি ফুলের গন্ধ নাকে এলে সতর্ক থাকুন।

বিশেষ করে লাইল্যাকের গন্ধের সঙ্গে বিদেহী আত্মার যোগাযোগ রয়েছে।

কোনও উৎস বা কারণ ছাড়া যেমন রান্নার মশলা থেকে তামাক, কফির গন্ধ আচমকা নাকে আসে, জানবেন আশপাশেই রয়েছে অতৃপ্ত আত্মা।

অকারণে বা কোনও উত্‍স ছাড়াই যদি পচা ডিম, পচা খাবার বা গন্ধকের গন্ধ নাকে আসে, তা হল বাড়িতে অশুভ আত্মা থাকার সঙ্কেত।

অনেকের মাঝখানে দাঁড়িয়ে আপনিই কেবল এমন গন্ধ পাচ্ছেন যা বাকিরা পাচ্ছেন না।