21 MAY 2025

BY- Aajtak Bangla

পিতৃদোষে জীবনে অমঙ্গল? দোষ কাটাবেন কীভাবে? 

পিতৃদোষের কারণে রোগভোগের শিকার হয়ে থাকেন অনেকেই। 

কেরিয়ারে পরিশ্রমের পরও সাফল্য অর্জন করেন না পিতৃদোষে আক্রান্তরা। 

পৌরাণিক ধারণা অনুযায়ী ঈশ্বরের আশীর্বাদ ছাড়া কোনও ব্যক্তি জীবনে উন্নতি করতে পারে না। 

পূর্বপুরুষরা অখুশি হলে জীবনে নানা সমস্যা, বাধা উৎপন্ন হতে থাকে। পিতৃদোষ লাগার একাধিক কারণ রয়েছে।

কোনও ব্যক্তির অকাল মৃত্যু হলে তাঁর অন্ত্যেষ্টি বা তর্পণ নিয়ম মেনে না-করলে সেই ব্যক্তির আত্মা তৃপ্ত হয় না।

কোনও ব্যক্তির কোষ্ঠীর দ্বিতীয়, অষ্টম ও দশম কক্ষে সূর্যের সঙ্গে যদি কেতু অবস্থান করে তা হলে পিতৃদোষ সৃষ্টি হয়।

রান্না করার সময় পরিচ্ছন্নতা বজায় রাখা সত্ত্বেও তাতে যদি নোংরা পড়ে যায়, তা হলে এটি পিতৃদোষের লক্ষণ। 

স্বাস্থ্যের যত্ন নেওয়া সত্ত্বেও যদি কেউ বার বার অসুস্থ হয়, তা হলে সেটি পিতৃদোষের লক্ষণ

কোনও পরিবারের দম্পতি যদি শত চেষ্টা সত্ত্বেও সন্তান সুখ থেকে বঞ্চিত থেকে যাচ্ছে, তা হলে বুঝতে হবে যে, তাঁরা পূর্বপুরুষদের কোপে। 

শ্রাদ্ধ, তর্পণ করলে পূর্বপুরুষদের আত্মা মুক্তি পায়। এর ফলে পিতৃদোষও দূর হয়।

দেবী কালিকা স্তোত্র পাঠ, অশ্বত্থ গাছে কালো তিল মেশানো দুধ নিবেদন, বাড়ির দক্ষিণ দিকে প্রদীপ, কাককে খাওয়ান এবং বাড়ির দক্ষিণ দিকে পূর্বপুরুষদের ছবি লাগান।