31 October, 2024
BY- Aajtak Bangla
নিয়ম ভঙ্গ করবেন না। শৃঙ্খলা মেনে চলুন।
গরিব মানুষকে দান করুন। প্রকৃতির সেবা করুন।
মনে রাখা দরকার, শনি সবসময় খারাপ ফল দেয় না।
শনির বিশেষ আশীর্বাদ পেতে স্থানীয় গুরুজনদের পূর্ণ ভক্তি দেখান।
শনির প্রকোপ কাটাতে এই কাজ গুলি করুন। উপকৃত হবেন।
নিয়মিত হনুমান চালিসা পাঠ করা উচিত।
শনিদেবকে খুশি করার জন্য পিঁপড়েদের খাওয়ানো উচিত।
পিঁপড়েদের কালো তিল ও চিনি মিশিয়ে বিশেষ করে শনিবারে খেতে দেওয়া উচিত।
শনিবার সূর্যাস্তের পর মধ্যমা আঙুলে কালো ঘোড়ার নালের আংটি পরুন।