22 JUNE, 2023

BY- Aajtak Bangla

ঘরে বসেই বানিয়ে ফেলতে পারেন ধুপকাঠি, কীভাবে?

পুজোর সময় প্রসাদ হিসেবে নানা সুস্বাদু খাবার তৈরি করেন অনেকে। তবে শুধু ভোগ কেন? সুগন্ধি ধূপকাঠি বা ধূপও নিজের হাতে তৈরি করা যায়

ঘরে তৈরি করতে পারলে খরচ বাঁচে। আবার সুগন্ধি ধূপ তৈরি হবে একেবারে প্রাকৃতিক উপাদান দিয়ে।

বাড়িতে তৈরি ধূপকাঠি যে শুধুমাত্র দেবতার আরাধনার কাজে লাগবে তা নয়, এই ধূপ নিয়মিত ঘরে জ্বালালে মশা, মাছি সহ অন্যান্য পোকামাকড় ঘর থেকে পালায়।

একটি লম্বা সিরামিক বাক্সে আগরবাতি রেখে এতে মেশান নিজের পছন্দমতো সুগন্ধি তেল। আগরবাতির উপর দিয়ে এসেনশিয়াল অয়েল ছিঁটিয়ে দিন।

কাঠিগুলি সম্পূর্ণ সুগন্ধি তেলে ভিজে গেলে সেটি অন্তত ২৪ ঘন্টা শুকানোর জন্য একটি কাচের পাত্রে রেখে দিন।

ধূপকাঠিগুলি শুকিয়ে গেলে নির্দিষ্ট প্যাকেট বা বাক্সে সেগুলি রেখে দিন। দীর্ঘদিন এই কাঠি জ্বালাতে পারবেন। ঘরোয়া উপায়ে সুগন্ধি ধূপকাঠি তৈরির এটি সবচেয়ে সহজ প্রক্রিয়া। এবার এতে মেশান নিজের পছন্দমতো সুগন্ধি তেল।

আগরবাতির উপর এসেনশিয়াল অয়েল ছিঁটিয়ে দিন। কাঠিগুলি সম্পূর্ণ সুগন্ধি তেলে ভিজে গেলে সেটি অন্তত ২৪ ঘন্টা শুকানোর জন্য একটি কাচের পাত্রে রেখে দিন।

দশকর্মা ভাণ্ডার কিংবা কোনও আয়ুর্বেদিক দোকান থেকে গন্ধবিহীন ধূপের গুঁড়ো কিনে নিন। মাক্কো পাউডার একটি প্রাকৃতিক ভেষজ। এর ধোঁয়া শরীরের কোনও ক্ষতি করে না।

ধূপ তৈরি করতে নিজের পছন্দের ভেষজ গুঁডো তিন ভাগ এবং এক ভাগ মাক্কো পাউডার খুব ভালো করে মিশিয়ে নিন। এতে সামান্য জল দিয়ে মণ্ড তৈরি করুন। আঙুলের চাপে মণ্ডটিকে শঙ্কু আকৃতি করে গড়ে নিন। মন্ডে মিশিয়ে নিন পছন্দের এসেনশিয়াল অয়েল।