BY- Aajtak Bangla
8 April 2024
টাকা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। টাকা ছাড়া আমাদের জীবন এক পা-ও এগোয় না। তাই তো বলা হয়, বাঁচতে গেলে টাকা লাগে।
টাকা শুধু আয় করলেই হয় না। তা সঞ্চয় করাও জরুরি। টাকা সঞ্চয় ঠিকমতো না জানলে মুশকিলে পড়তে হয়।
অনেকেই টাকা রোজগার করেন। কিন্তু সঞ্চয় করতে পারেন না। তাই টাকা থাকে না হাতে।
পণ্ডিত চাণক্য এমনই কিছু পরামর্শ দিয়েছেন। যা মেনে চললে কখনও টাকার অভাব হবে না।
চাণক্যের মতে, টাকাকে সবসময় দান, ধ্যান, বিনিয়োগের আকারে দেখা উচিত। তা হলে কখনও অর্থকষ্ট হবে না।
চাণক্যের মতে, লোভ সংবরণ করতে হবে। অর্থ সঞ্চয়ের মানসিকতা গড়তে হবে। বিনা কারণে টাকার অপচয় বন্ধ করতে হবে।
অসহায় মানুষকে টাকা দিলে আয় বাড়ে। চাণক্যের মতে, টাকা রোজগারের কিছু অংশ যদি কাউকে দান করেন, তা হলে আয় বেড়ে যায়।