4 October, 2023
BY- Aajtak Bangla
পুজো, ধর্মীয় আচার-অনুষ্ঠান করেও অনেকেই তাদের জীবন থেকে সমস্যা দূর করতে পারেনা।
তাই অনেকেরই মনে প্রশ্ন ওঠে পুজো করেও পুণ্যের ফল পাওয়া যায় না কেন?
তাই এইসব প্রশ্নের উত্তর পেতে জেনে নিন পুজোর সময় কোন কোন ভুল করলে পুজো সঠিকভাবে পালন করা যায় না।
ঘরের মন্দিরে বাস্তুদোষ থাকলে পুজোর সঠিক ফল পাওয়া যায় না।
পুজোর সময় পরিস্কার পোশাক করা উচিত, এই সময় পরিষ্কার-পরিচ্ছন্নতার বিশেষ যত্ন নেওয়া উচিত।
শুভ সময়ে নিয়মিত পুজো করা উচিত, এই নিয়ম না মানলে পুজো থেকে সুফল পাওয়া যায় না।
বাড়ির পুজোর জায়গা যেন যাতায়াতের পথে না পড়ে, সেই দিকেও লক্ষ্য রাখতে হবে।
শাস্ত্র মতে, তপস্যা করার জন্য নির্জন জায়গা বেছে নেওয়া উচিত।
বাড়িতে কোনো অতৃপ্ত আত্মার উপস্থিতিতে নিয়মিত পুজো করলেও সঠিক ফল পাওয়া যায় না।