BY- Aajtak Bangla
8 April 2024
সোমবার ভারতীয় সময় রাত ৯টার কিছু সময় পর শুরু হবে গ্রহণ। তাই ভারতে দেখা যাবে না গ্রহণ।
আজ ভারতীয় সময় রাত ৯টার একটু পর থেকে শুরু হবে সূর্যগ্রহণ। পূর্ণগ্রাস শুরু হবে আজ রাত ১০টা ৮ মিনিটে। শেষ হবে রাত আড়াইটের একটু পর।
মনে করা হয়, সূর্যগ্রহণের সময় খাবার খাওয়া উচিত নয়।
তবে গ্রহণের সময় খাবার খেতে পারবেন। মানতে হবে এই নিয়ম।
গ্রহণের সময় খাবার খেলে সূর্যের আলো যেহেতু থাকে না, তাই ব্যাকটেরিয়া সক্রিয় হয়। এতে খাবারের গুণগত মান নষ্ট হয়ে যায়।
তাই এই সময় কোনও খাবার খেতে চাইলে, সেই খাবারের সঙ্গে তুলসী পাতা মিশিয়ে খান।
তুলসী পাতায় অ্যান্টি ব্যাক্টেরিয়াল থাকে, তাই ব্যাকটেরিয়া খাবারের গুণগত মান নষ্ট করতে পারে না।
তবে মনে করা হয়, গ্রহণের সময় আমিষ জাতীয় খাবার বা রুটি, পেঁয়াজ, রসুন, মদ খাওয়া ঠিক নয়।
এতে শরীরে হজমের সমস্যা হতে পারে। আবার কেউ বিশ্বাস করেন, গ্রহণের সময় জল খাওয়াও ঠিক নয়।