26 January 2024

BY- Aajtak Bangla

বিয়েতে কনের নাকে সিঁদুর পড়লে কী হয় জানেন?

 সিঁদুর অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়।

হিন্দু ধর্মে বিয়ের পর সিঁদুর পরেন মহিলারা। 

মনে করা হয়, স্বামীর মঙ্গল কামনায় সিঁদুর পরেন মহিলা। 

বিয়েতে সিঁদুর দান একটি প্রথা।

অনেক সময়ই দেখা যায়, সিঁদুর দানের সময় কনের নাকে সিঁদুর পড়ে যায়। 

কনের নাকে সিঁদুর পড়া কি ভাল? জেনে নিন...

মনে করা হয়, কনের নাকে সিঁদুর পড়লে তা শুভ। সেই সিঁদুর মুছতে নেই। 

নাকে সিঁদুর পড়লে স্বামী দীর্ঘজীবী হন এবং স্বামীর ভালবাসা অটুট থাকে।