24 January 2024
BY- Aajtak Bangla
আমাদের চারপাশে যে সব পাখি দেখা যায়, তার মধ্যে অন্যতম চড়ুই।
অনেক সময়ই দেখা যায়, বাড়িতে বাসা তৈরি করছে চড়ুই পাখি।
বাড়িতে চড়ুই পাখির বাসা থাকা কি ভাল?
জ্যোতিষ মতে, বাড়িতে চড়ুই পাখির বাসা থাকা অত্যন্ত শুভ।
বাড়িতে চড়ুই পাখি বাসা বাঁধলে তা শুভ বলে মনে করা হয়।
ঘরে চড়ুইয়ের বাসা থাকলে সংসারে সুখ-সমৃদ্ধি আসে।
ঘরে চড়ুই পাখি এলে কপাল খুলে যায়। সৌভাগ্য ফেরে।