08 February, 2024

BY- Aajtak Bangla

সরস্বতী পুজোয় ৩ জিনিস দিয়ে এই কাজ করলেই ভাগ্য বদলাবে

 বিদ্যার দেবী হলেন মা সরস্বতী। 

এ বছর সরস্বতী পুজো ১৪ ফেব্রুয়ারি, বুধবার। 

 রবি যোগ ১৪ ফেব্রুয়ারি সকাল ১০টা ৪৩ মিনিট থেকে শুরু হবে। শেষ হবে ১৫ ফেব্রুয়ারি সকাল ৭টা পর্যন্ত। এই সময়ের মধ্যে মা সরস্বতীর পুজো করলে জ্ঞান লাভ হবে।

সরস্বতী পুজোর সবচেয়ে ভাল সময় হল সকাল ৭টা ১ মিনিট থেকে দুপুর ১২টা ৩৫ মিনিট পর্যন্ত। এই সময়ে পুজো করাও শুভ। এই সময় পুজো করলে প্রসন্ন হবেন বিদ্যার দেবী।

জ্যোতিষ মতে, সরস্বতী ঠাকুরকে হলুদ বস্ত্র দিন। এতে উপকৃত হবেন। 

সরস্বতী ঠাকুরকে হলুদ ফুল দিন, এতে বিদ্যার দেবী তুষ্ট হন। 

মা সরস্বতীকে হলুদ চন্দন অর্পণ করুন। তা হলে ফল পাওয়া যাবে। 

স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে সরস্বতীর আরাধনা করলে তুষ্ট হন দেবী।