27 june, 2023
BY- Aajtak Bangla
শরীরে কোথায় তিলে অর্থযোগ প্রবল? কোথায় অশুভ
মহিলাদের শরীরে নানা অংশে থাকে তিল। আর প্রতিটি তিল নানা সংকেত দেয়। যা ঈশ্বর প্রদত্ত। এগুলি শুভ ও অশুভ লক্ষণের প্রতীকও।
যাঁদের ডান গালে তিল থাকে, তাঁদের অর্থের কোনও অভাব হয়। টাকার জন্য তাঁদের কোনও কাজ থেমে থাকে না
বাম গালে তিল থাকলে আপনাকে কিছুটা আর্থিক সংকটের মধ্যে দিয়ে যেতে হতে পারে।
কপালের মাঝখানে তিল থাকা মহিলা অত্যন্ত সহজ হন। তাঁর প্রতি আকর্ষণ তৈরি হয়।
ডান চোখের পাতায় তিল থাকলে স্ত্রী বা স্বামীর মধ্যে পারস্পরিক ভালবাসা তুঙ্গে থাকে। উভয়ই একে অপরের প্রতি বিশ্বাসী হন।
যদি উভয় ভ্রুতে তিল থাকে তবে মহিলার ভাগ্যে ঘন ঘন ভ্রমণ লেখা আছে।
মুখের চারপাশে তিল নির্দেশ করে যে পুরুষ এবং মহিলা উভয়ই সুখী, সমৃদ্ধ এবং নরম প্রকৃতির।
নাকে তিল থাকলে মানুষ মেধাবী ও সুখী হয়। একজন মহিলার নাকে একটি তিল তাঁর সৌভাগ্যের সূচক।
যে ব্যক্তির ঠোঁটে তিল রয়েছে তাঁরা কামাসক্ত হন। আরও অর্থ উপার্জনের জন্য যে কোনও পথ বেছে নিতে পারেন।
Related Stories
কুবের-প্রিয় এই গাছ বাড়িতে লাগালেই টাকার বৃষ্টি
চেষ্টার ফল পাবে বৃষ, ঝগড়া থেকে সাবধান কন্যা, জানুন আজকের রাশিফল
তুলসী গাছে নতুন পাতা গজিয়েছে? জীবনে পরিবর্তনের বড় ইঙ্গিত
সিংহর দুর্বলতা,মেষ রাশির ধনাগম! জানুন আজকের রাশিফল