27 june, 2023
BY- Aajtak Bangla
শরীরে কোথায় তিলে অর্থযোগ প্রবল? কোথায় অশুভ
মহিলাদের শরীরে নানা অংশে থাকে তিল। আর প্রতিটি তিল নানা সংকেত দেয়। যা ঈশ্বর প্রদত্ত। এগুলি শুভ ও অশুভ লক্ষণের প্রতীকও।
যাঁদের ডান গালে তিল থাকে, তাঁদের অর্থের কোনও অভাব হয়। টাকার জন্য তাঁদের কোনও কাজ থেমে থাকে না
বাম গালে তিল থাকলে আপনাকে কিছুটা আর্থিক সংকটের মধ্যে দিয়ে যেতে হতে পারে।
কপালের মাঝখানে তিল থাকা মহিলা অত্যন্ত সহজ হন। তাঁর প্রতি আকর্ষণ তৈরি হয়।
ডান চোখের পাতায় তিল থাকলে স্ত্রী বা স্বামীর মধ্যে পারস্পরিক ভালবাসা তুঙ্গে থাকে। উভয়ই একে অপরের প্রতি বিশ্বাসী হন।
যদি উভয় ভ্রুতে তিল থাকে তবে মহিলার ভাগ্যে ঘন ঘন ভ্রমণ লেখা আছে।
মুখের চারপাশে তিল নির্দেশ করে যে পুরুষ এবং মহিলা উভয়ই সুখী, সমৃদ্ধ এবং নরম প্রকৃতির।
নাকে তিল থাকলে মানুষ মেধাবী ও সুখী হয়। একজন মহিলার নাকে একটি তিল তাঁর সৌভাগ্যের সূচক।
যে ব্যক্তির ঠোঁটে তিল রয়েছে তাঁরা কামাসক্ত হন। আরও অর্থ উপার্জনের জন্য যে কোনও পথ বেছে নিতে পারেন।
Related Stories
আপনার খাবারের উপর বসে আছে মাছি, কীসের ইঙ্গিত? শুনলে গায়ে কাঁটা দেবে
দিনে একবার নুন দিয়ে হাত ধুয়ে নিন, হাতেনাতে ফল
জোড়া কলা খেলে কী হয়? না জানলেই বিপদ
বিবাদ বাড়বে বৃষের, অর্থ ভাগ্য ভাল বৃশ্চিকের,জানুন আজকের রাশিফল