BY- Aajtak Bangla

টাকায় ভরে যাবে জীবন, স্বপ্নে এই পাখিকে দেখলেই মিরাকল

22 FEBRUARY, 2024

আমরা সকলেই ঘুমোনোর সময় স্বপ্ন দেখি। নানা কিছু জিনিস স্বপ্নে ধরা দেয়। 

হিন্দু ধর্মে পাখির বিশেষ গুরুত্ব রয়েছে। পাখিকে শুভ শক্তির প্রতীক বলে মনে করা হয়। 

স্বপ্নশাস্ত্র মতে যদি পাখির স্বপ্ন দেখেন, তা হলে শুভ প্রভাব পড়ে জীবনে।  

তবে সব পাখি নয়, এই পাখিগুলিকে স্বপ্নে দেখলেই ভাগ্য বদলাতে পারে। 

 স্বপ্নশাস্ত্র মতে, টিয়া পাখির স্বপ্ন দেখা শুভ। স্বপ্নে একজোড়া টিয়া পাখি দেখলে ঘরে নতুন অতিথির আগমন ঘটে। প্রেম, ভালবাসা বাড়ে।

স্বপ্নে পেঁচাকে দেখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। পেঁচা মা লক্ষ্মীর বাহন। তাই পেঁচার স্বপ্ন দেখা মানে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়।  

স্বপ্নে পেঁচাকে দেখলে অর্থলাভ হতে  পারে। 

স্বপ্নে ময়ূর দেখাও শুভ। ময়ূর দেখলে জীবনে সুখ-সমৃদ্ধি আসে। জীবনে সুখ আসে।