BY- Aajtak Bangla

আপনার জন্মবার এই দিনে হলে ধনী হবেনই, জানুন 

12 April  2024

প্রত্যেকের জীবনেই জন্মদিন খুব স্পেশাল। এই দিনটি তাই ধূমধাম করে পালন করেন সকলে।

শিশু কোন দিনে জন্মালেন, তা খুবই গুরুত্ব সংখ্যাতত্ত্বের বিচারে।

সপ্তাহে সাত দিন। প্রতিটি দিনের আলাদা তাৎপর্য রয়েছে।

জন্মবারের উপর ভিত্তি করে মানুষের চরিত্র সম্পর্কে জানা যায়। ভাগ্যও গণনা করা যায়। .

 সংখ্যাতত্ত্ব অনুযায়ী, যাঁদের জন্মবার রবিবার, তাঁরা সুখী হন জীবনে। . ।

রবিবার যাঁদের জন্মবার, তাঁরা স্বভাবে মিষ্টি হন। তাঁরা ধনী হন। কখনও টাকার অভাব হয় না।

রবিবারে জন্মানো জাতকরা অল্পেতে রেগে যান। তাঁদের ধৈর্য কম হয়।

আবার এই ধরনের জাতকরা সহজে কারও সঙ্গে মিশতে পারেন না। একলা সময় কাটাতে ভালবাসেন।