BY- Aajtak Bangla

অশুভ প্রভাব- নেগেটিভিটি কাটাতে বাড়িতে রোজ এভাবে জ্বালান ধুপ- ধুনো 

10 APRIL, 2024

হিন্দু ধর্মে  ধুপ ধুনোকে খুবই শুভ মানা হয়। ঈশ্বরকে প্রসন্ন করার জন্য সবাই বাড়িতে ধুপ ধুনো দেন।

 বাড়ির বাস্তু দোষ কাটানোর জন্য ঘরের মধ্যে ধুপ জ্বালানোর প্রচলন রয়েছে।

বাস্তু অনুসারে ঘরে ধূপধুনো জ্বালানো খুব শুভ বলে মনে করা হয়। বাস্তুদোষ ও নেতিবাচক শক্তি দূর করা যায় এর ফলে।

বাড়ি থেকে অশুভ শক্তি দূর করার জন্য লোবান বা  ধুনো জ্বলন্ত ঘুঁটের ওপর রেখে দিন। লোবান থেকে ধোঁয়া বেরোতে শুরু করলে, সারা বাড়িতে ছড়িয়ে দিন।

প্রতি বৃহস্পতিবার ও প্রতি রবিবার  ধুনো, গুড় এবং ঘি মিশিয়ে জ্বালান। এর ফলে গোটা বাড়িতে একটা সুগন্ধ ছড়িয়ে পড়বে, এই সুগন্ধের প্রভাবে দূর হবে নেতিবাচক শক্তি।

নেগেটিভ শক্তিকে দূর করতে সকাল ও সন্ধে নিয়ম করে ধুপ ধুনো দিন ।

বাস্তু বিশেষকদের মতে নেগেটিভে এনার্জি কাটাতে হলুদ সর্ষে,  ধুনো, গাওয়া ঘি মিশিয়ে ধূপ তৈরি করে নিন।

রোগভোগ দূরে করতে ধুনোর ধোঁয়া খুবই গুরুত্ব পূর্ণ। এই ধোঁয়া গ্রহদোষ কাটাতে সাহায্য করে।

বাড়িতে তন্ত্র মন্ত্রের অশুভ প্রভাব অনুভব করলে, জয়িত্রী, জায়ফল, গুগ্গল, জাফরান গুঁড়ো করে মিশিয়ে নিন। ২১ দিন সন্ধেবেলা এই ধূপ বাড়িতে জ্বালান। এর ফলে ক্ষতিকর প্রভাব কমবে।