28 JUNE, 2023
BY- Aajtak Bangla
আজও বেঁচে আছেন এই ৭ মহাপুরুষ, জেনে নিন কারা?
ভারতীয় ইতিহাস বহু পুরনো। এমন বহু জিনিস আছে যা আপনাদের অজানা।
যুগ পরিবর্তন হয়ে গেলেও, পুরাণ মতে ৭ জন মহাপুরুষ এখনও বেঁচে আছেন।
চলুন যেনে নেওয়া যাক কারা এবং কী ভাবে বেঁচে আছেন ? জানলে হবেন অবাক।
১. অশ্বত্থামা - দ্বাপর যুগে শ্রী কৃষ্ণের অভিশাপে আজীবন ইহলোকে বিচরণ করবেন অশ্বত্থামা।
২. মহারাজ বালী-তাঁর নারায়ণ ভক্তি ও বিনম্রতা দেখে শ্রী নারায়ণ তাঁকে অমরত্ব প্রদান করেন।
৩. মহর্ষি বেদ ব্যাস - মহাভারত রচনায় সন্তুষ্ট হয় শ্রী কৃষ্ণ তাঁকে আজীবন বেঁচে থাকার বর দেন, যাতে উনি কলিযুগে কৃষ্ণ নাম বজায় রাখেন।
৪. মহাবলী হনুমান - দেবী সীতা তাঁকে অমরত্ব প্রদান করেন। প্রত্যেক যুগে শ্রী নারায়ণের সেবা ও রক্ষা করার দায়িত্ব তাঁকেই দিয়েছেন রাম পত্নী।
৫. গুরু কৃপাচার্য - কলিযুগে ধর্ম সংরক্ষণ ও ধার্মিক মনোভাব সচল রাখতে ওনাকে আজীবন অমরত্ব প্রদান করেন শ্রী কৃষ্ণ।
৬. মহারাজ বিভীষণ - কলিযুগে প্রভু শ্রী রাম কথা গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব ভার দিয়ে শ্রী রাম তাঁকে অমরত্বের বর দেন।
৭. পরশুরাম - ধর্মের পালন ও গুরু শিষ্য পরম্পরা বজায় রাখতে প্রভু শ্রী কৃষ্ণ তাঁকে অমরত্বের বর দেন।
Related Stories
আজকের রাশিফল 18 July 2025 - AajTak Bangla
শিবলিঙ্গে এসব জিনিস দিলেই কপাল খুলবে
আপনার ভাগ্যে কী আছে আজ? জানুন বুধবারের রাশিফল
সিংহের এই ১টি গুণ রপ্ত করলেই আপনি সফল! বলেছেন চাণক্য