28 JUNE, 2023
BY- Aajtak Bangla
আজও বেঁচে আছেন এই ৭ মহাপুরুষ, জেনে নিন কারা?
ভারতীয় ইতিহাস বহু পুরনো। এমন বহু জিনিস আছে যা আপনাদের অজানা।
যুগ পরিবর্তন হয়ে গেলেও, পুরাণ মতে ৭ জন মহাপুরুষ এখনও বেঁচে আছেন।
চলুন যেনে নেওয়া যাক কারা এবং কী ভাবে বেঁচে আছেন ? জানলে হবেন অবাক।
১. অশ্বত্থামা - দ্বাপর যুগে শ্রী কৃষ্ণের অভিশাপে আজীবন ইহলোকে বিচরণ করবেন অশ্বত্থামা।
২. মহারাজ বালী-তাঁর নারায়ণ ভক্তি ও বিনম্রতা দেখে শ্রী নারায়ণ তাঁকে অমরত্ব প্রদান করেন।
৩. মহর্ষি বেদ ব্যাস - মহাভারত রচনায় সন্তুষ্ট হয় শ্রী কৃষ্ণ তাঁকে আজীবন বেঁচে থাকার বর দেন, যাতে উনি কলিযুগে কৃষ্ণ নাম বজায় রাখেন।
৪. মহাবলী হনুমান - দেবী সীতা তাঁকে অমরত্ব প্রদান করেন। প্রত্যেক যুগে শ্রী নারায়ণের সেবা ও রক্ষা করার দায়িত্ব তাঁকেই দিয়েছেন রাম পত্নী।
৫. গুরু কৃপাচার্য - কলিযুগে ধর্ম সংরক্ষণ ও ধার্মিক মনোভাব সচল রাখতে ওনাকে আজীবন অমরত্ব প্রদান করেন শ্রী কৃষ্ণ।
৬. মহারাজ বিভীষণ - কলিযুগে প্রভু শ্রী রাম কথা গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব ভার দিয়ে শ্রী রাম তাঁকে অমরত্বের বর দেন।
৭. পরশুরাম - ধর্মের পালন ও গুরু শিষ্য পরম্পরা বজায় রাখতে প্রভু শ্রী কৃষ্ণ তাঁকে অমরত্বের বর দেন।
Related Stories
এই ২ রাশির জাতকদের জন্য পোখরাজ শুভ, কারা পরতে পারেন?
'M' দিয়ে নাম শুরু হওয়া ব্যক্তিদের চরিত্র কেমন?
সিংহর দুর্বলতা,মেষ রাশির ধনাগম! জানুন আজকের রাশিফল
অনেক টাকার মালিক হবেন কীভাবে? ধনী হওয়ার টিপস চাণক্যের