BY- Aajtak Bangla

আমেরিকায় খুলল অক্ষরধাম মন্দির, দেখুন ছবি

10 OCTOBER, 2023

ভারতের সবথেকে বড় হিন্দু মন্দির স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির এবার আমেরিকার নিউ জার্সিতে নির্মিত হল। 

৮ অক্টোবর বিকেল ৪.৩০ থেকে ৮টা পর্যন্ত আমেরিকায় এই মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান চলে। 

স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দিরের বড় শাখাটি নিউ জার্সির রবিন্সভিলায় প্রতিষ্ঠিত হল। 

 বলা হয় আধুনিক যুগে এর থেকে বড় মন্দির ভারতের বাইরে কোথাও নেই।

আমেরিকায় এই মন্দির নির্মাণে ৪ ধরণের মার্বেল ব্যবহার করা হয়েছে। 

এই মন্দির নির্মাণে ব্যবহার করা মার্বেল ইতালি থেকে আনা হয়েছে। 

অন্যদিকে বুলগেরিয়া থেকে এসেছে লাইমস্টোন। 

১৮ অক্টোবর থেকে সকলের জন্য এই মন্দিরের প্রবেশ দ্বার খুলে দেওয়া হবে। 

এই মন্দিরে স্বামীনারায়ণ, রাধা-কৃষ্ণ, রাম-সিতা, শিব-পার্বতীর মতো দেব-দেবীদের প্রতিষ্ঠা করা হয়েছে।