30 OCTOBER 2025
BY- Aajtak Bangla
বাস্তু অনুযায়ী লোহার তালার অনেক ক্ষমতা। এটি বালিশের তলায় রেখে শুলে ভাগ্য বদলে যায়।
এই যেমন লোহার তালা রাখলে ভাগ্যে টাকার যোগ, সৌভাগ্য ফেরে।
বালিশের তলায় তালা রাখলে কী লাভ?
লোহার তালা রাখলে নেতিবাচক চিন্তা, ভয়, মানসিক চাপ ইত্যাদি রাতের ঘুমের বারোটা বাজাতে পারে না।
লোহার তালা রাখলে আটকে থাকা কাজে সাফল্য আসবে।
যদি আপনি জীবনে ইতিবাচক মনোভাব পেতে চান, সৌভাগ্য ফিরে পেতে চান তাহলে মাথার বালিশের নীচে একটি ময়ূরের পালক রেখে ঘুমোন।
সন্ধে হওয়ার আগেই ৪-৫ টি তুলসীপাতা তুলে রাখুন। রাতে ঘুমাতে যাওয়ার আগে ওই তুলসীপাতা গুলি বালিশের নীচে রেখে দিন। শরীরে ইতিবাচক শক্তি ভরে উঠবে।
একটি ১ টাকার কয়েন প্রতিদিন বালিশের নীচে রেখে পরদিন সেই কয়েন গরিবকে দান করে দিন। প্রতিদিনই এটা করুন। এতে মানসিক অবসাদ থেকে মুক্তি পাবেন, সৌভাগ্য আসবে।