17 SEPTEMBER, 2024
BY- Aajtak Bangla
চুরি করে মানি প্ল্যান্ট লাগানো কি সত্যিই শুভ? বাস্তু মত জেনে নিন
ভারতে গাছপালা এবং নদীর পুজো করা হয়। এরকমি একটি উদ্ভিদ হল মানি প্ল্যান্ট, যা বেশিরভাগ বাড়িতেই পাওয়া যায়।
এমনটা বিশ্বাস করা হয় যে এই গাছটি যে বাড়িতে থাকে সেখানে কখনও অর্থের অভাব হয় না।
কিন্তু কিছু লোক বিশ্বাস করেন যে এই গাছগুলি যদি অন্যের বাড়ি থেকে চুরি করে রোপণ করা হয় তবেই কেবল শুভ ফল পাওয়া যায়।
বাস্তুশাস্ত্র অনুসারে মানি প্ল্যান্ট কখনও চুরি করে লাগানো উচিত নয়।
কারণ বাড়িতে মানি প্ল্যান্ট এভাবে রাখলে শুধু আর্থিক অবস্থাই খারাপ হয় না, ঘরে দারিদ্র্যও আসে।
মানি প্ল্যান্ট চুরি করে রোপণ করলে বাড়িতে খারাপ প্র
ভাব পড়ে। পরিবারের স্বাস্থ্যও
ক্ষতিগ্রস্ত হতে শুরু করে।
মানুষ অসুস্থ হতে শুরু করে এবং পারিবারিক কলহ শুরু হয়।
মানি প্ল্যান্ট বাড়িতে রাখতে হবে কিন্তু চুরি করে নয়, নিজের টাকায় কিনে লাগান।
Related Stories
আজকের রাশিফল 06 July 2025 - AajTak Bangla
বাড়ির কোন দিকে গয়না রাখা শুভ? না জানলে জেনে নিন
দিনের আলোয় পেঁচা দেখে ফেলেছেন? শকুনশাস্ত্র বলছে...
বয়স ৪০ পেরোলে জীবনে সাফল্য আসে এই ছেলে-মেয়েদের