13 January 2024

BY- Aajtak Bangla

বাড়ির বারান্দা বা ছাদে কাক বসলে কী হয়? জানুন

সকালে কাকের আওয়াজ না শোনা গেলে ভোর হয়েছে কি না বোঝা যায় না।

চারপাশে যে সব পাখি দেখা যায়, তার মধ্যে কাক অন্যতম। 

অনেক সময়ই বাড়ির বারান্দা বা ছাদে কাক বসে। 

বাড়িতে কাক বসা কি ভাল? জেনে নিন ...

মনে করা হয়, কাক যমরাজের দূত। তাই কারও মৃত্য়ু হলে কাক পিণ্ড খেলে বিদেহী আত্মা ওই খাবার গ্রহণ করেছে বলে বিশ্বাস করা হয়। 

সকালে বাড়ির বারান্দায় বসে কাক ডাকলে বাড়িতে অতিথি সমাগম হয়। 

দুপুরে বাড়ির উত্তর দিকে কাক বসলে শুভ বলে মনে করা হয়।

একদল কাক হঠাৎ বাড়ির বারান্দায় এসে ডাকলে তা অশুভ। 

কাককে জল খেতে দেওয়া শুভ। কাককে খাবার দেওয়াও ভাল।