25 January 2024

BY- Aajtak Bangla

সাপের খোলস দিয়ে এই কাজ করলেই হাতে টাকা আসবে

বাড়ির আশপাশে অনেক সময়ই সাপের দেখা পাওয়া যায়। 

সাপ মানেই ভয়ঙ্কর। তাই সকলে আতঙ্কে থাকেন। 

আবার হিন্দুধর্মে সাপের আলাদা মাহাত্ম্য রয়েছে। 

অনেক সময়ই সাপ খোলস ছাড়ে। 

অনেক সময় বাড়িতে সাপের খোলস পড়ে থাকতে দেখা যায়। 

বাড়িতে সাপের খোলস ছাড়া কি শুভ? জানুন...

বাস্তু মতে, সাপের খোলস ঘরে ছাড়লে তা শুভ। এতে ভাগ্য বদলে যাবে।

সাপের খোলসের কিছু অংশ লাল কাপড় বা রুপোর মাদুলিতে ভরে আলমারি বা টাকার বাক্সে রাখলে টাকা আসে।