18 SEPTEMBER 2024
BY- Aajtak Bangla
সনাতন ধর্ম ও বাস্তুশাস্ত্রে ঈশান কোণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।
যে স্থানে পূর্ব ও উত্তর দিক মিলিত হয় তাকে ঈশান কোণ বলা হয়। বাস্তু অনুসারে, বাড়ির এই স্থানটিকে উত্তর-পূর্ব কোণ বলা হয়।
ঈশানও ভগবান শিবের একটি নাম। এই দিকের অধিপতি গ্রহগুলি হল বৃহস্পতি এবং কেতু।
বাড়ির ঈশান কোণে ভারসাম্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
যদি উত্তর-পূর্ব কোণে বা ঈশান কোণে কিছু ভারসাম্যহীনতা থাকে, তাহলে সেই বাড়িতে সমস্যা দেখা দিতে পারে।
এই কোণটি সব সময় পরিষ্কার রাখাই ভাল। কোনও রকম নোংরা আবর্জনা দিয়ে এই কোণটিকে একেবারেই ভর্তি করে রাখবেন না।
এই কোণে কূপ, পানীয় জলের ইত্যাদি জায়গা তৈরি করা অত্যন্ত শুভ।
ঈশান কোণে ঠাকুর ঘর বা পুজোর স্থান হিসেবেও বেছে নিতে পারেন।
বাস্তু মতে, বাড়ির ঈশান কোণে তুলসী গাছ রাখা সবচেয়ে শুভ। পরিবারে সুখ- শান্তি- ইতিবাচক পরিবেশ থাকে এর ফলে।