12 JULY, 2023

BY- Aajtak Bangla

ISKCON-এর এই সন্ন্যাসীকে কেন ব্যান করা হল, কে ইনি?

রামকৃষ্ণ ও বিবেকানন্দের মতাদর্শ ও বাণীর অপব্যাখ্যা করলেন এক সাধক।

ISKCON - এর এই সাধক সন্ন্যাসীর নাম শ্রী অমোঘ লীলা প্রভূজি।

ইসকন কর্তৃপক্ষ পদক্ষেপ নিয়ে তাঁকে নিষিদ্ধ করার চূড়ান্ত সিদ্ধান্ত নিল।

বেশ জনপ্রিয় এই সন্ন্যাসী ইউটিউবে ধর্মকথা প্রচার করতেন।

কিন্তু শিক্ষাদান করতে করতে উনি বোধয় শিষ্টাচার ভুলে যান আর রামকৃষ্ণ - বিবেকানন্দের অমৃত বাণী নিয়ে ঠাট্টা করে বসেন।

আধ্যাত্মিক গুরু হিসেবে পরিচিত এই সন্ন্যাসী কেন বিবেকানন্দ ও রামকৃষ্ণকে নিয়ে সমালোচনা করলেন? 

প্রায়শ্চিত্ত করতে এক মাসের জন্য lতাঁকে পাঠানো হচ্ছে মথুরায়, এমনটাই জানানো হয়েছে ইসকনের তরফে।

ইসকন সূত্রে খবর, নিজের কৃতকর্মের জন্যে নিঃশর্ত ক্ষমাও চেয়েছেন অমোঘ লীলা।

ধার্মিক আস্থা নিয়ে এহেন অপব্যাখ্যা একেবারেই উচিত নয়।