24 AUGUST 2024

BY- Aajtak Bangla

জন্মাষ্টমীতে ঘরে আনুন এই ৪ জিনিস, ভাগ্য ঘুরে যাবে

এবার কৃষ্ণ জন্মাষ্টমী পালিত হবে সোমবার, ২৬ আগস্ট। হিন্দু ক্যালেন্ডার অনুসারে, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মাষ্টমী পালিত হয়।

কৃষ্ণ জন্মাষ্টমীর দিনটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিনে সর্বার্থ সিদ্ধি যোগ, গজকেশরী যোগ এবং শশ রাজযোগ তৈরি হতে চলেছে।

জ্যোতিষীদের মতে, কৃষ্ণ জন্মাষ্টমীতে। কিছু জিনিস বাড়িতে আনা খুবই শুভ। তাহলে আসুন জেনে নিই সেগুলো কী কী?

জন্মাষ্টমীর দিন বাড়িতে অবশ্যই বাঁশি আনতে হবে। কথিত আছে বাঁশি ভগবান শ্রীকৃষ্ণের প্রিয়।

এমনটা বিশ্বাস করা হয় যে বাড়িতে বাঁশি থাকে, সেখানে কখনও অর্থের অভাব হয় না এবং বিবাহিত জীবনও ভালো থাকে।

জন্মাষ্টমীর দিন বাড়িতে একটি পিতল বা রুপোর গরু নিয়ে আসুন। এর মাধ্যমে আপনার কর্মজীবন ও ব্যবসায় অগ্রগতি হতে পারে। ধাতব গরুটি ঠাকুরঘরে রাখতে পারেন।

বিশ্বাস করা হয় যে বৈজন্তী মালায় দেবী লক্ষ্মী বাস করেন। তাই বৈজন্তী মালা কিনে ঘরে আনলে আশীর্বাদ পাওয়া যায় এবং আর্থিক অবস্থা অনেক মজবুত হয়।

ঘরে ময়ূরের পালক আনলে ঘরোয়া ঝামেলা দূর হয়। জন্মাষ্টমীর দিন আপনার বাড়িতে অবশ্যই ময়ূরের পালক আনুন।