BY- Aajtak Bangla
26th August, 2024
শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর পবিত্র উৎসব সারা দেশ জুড়ে পালিত হচ্ছে।
ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী লক্ষত্র যোগে কৃষ্ণ মধুরায় কংসের কারাগারে মাতা দেবকীর অষ্টম সন্তান রূপে জন্মগ্রহণ করেন।
তাঁর এই জন্মদিনকে জন্মাষ্টমী বলা হয়। অর্থাৎ শ্রীকৃষ্ণের জন্মদিন আজ।
বিভিন্ন পুরাণ ও প্রাচীন গ্রন্থ মতে, ভগবান শ্রীকৃষ্ণ ১২৫ বছর প্রকট লীলাবিলাস করেন। ১২৫ বছর ধরাধামে অবস্থান করে বৈকুন্ঠে গমন করেন।
মাঘ মাসের পূর্ণিমা তিথিতে তিনি ইহধাম ত্যাগ করে অন্তর্ধান করেন। সেই দিনই কলি প্রবেশ করে।
শ্রীকৃষ্ণের অর্ন্তধানের দিন কলির আবির্ভাব। কিন্তু জানেন কী ২০২৪ সালে শ্রীকৃষ্ণের বয়স কত হল?
জ্যোতিষীর মতে, এবার কৃষ্ণের ৫২৫১-তম জন্মদিন।
ভাদ্রপদ কৃষ্ণ অষ্টমী তিথিতে বুধবার রোহিণী নক্ষত্রে বৃষ রাশির চন্দ্রে গভীর রাতে ভগবান শ্রী কৃষ্ণ জন্মগ্রহণ করেন।
২৬ অগাস্ট মধ্যরাতে ১২টা ০১ মিনিট থেকে ১২টা ৪৫ মিনিট পর্যন্ত এই সন্ধিক্ষণে পুজো করলে ভক্তদের সব মনোবাঞ্ছা পূরণ হবে।