3 SEPTEMBER, 2023
BY- Aajtak Bangla
শ্রী কৃষ্ণের জন্মোৎসব জন্মাষ্টমীর আর মাত্র কয়েকদিন বাকি। ইতিমধ্যেই দেশজুড়ে শ্রী কৃষ্ণের মন্দিরগুলিতে প্রস্তুতি চলছে পুরোদমে।
ভাদ্রপদ মাসের অষ্টমী তিথিতে সারা দেশে শ্রী কৃষ্ণের জন্মদিন পালিত হয়। এবার ৬ সেপ্টেম্বর পালিত হবে জন্মাষ্টমী।
জন্মাষ্টমীতে সেজে উঠছে বৃন্দাবনের বিশ্ব বিখ্যাত বাঁকে বিহারীর মন্দিরও।
বলা হয় বাঁকে বিহারীর মন্দিরে আলাদা কিছু আছে। মন্দিরে প্রবেশ করলেই মন হালকা হয়ে যায় আর চোখ ভিজে যায়। জানেন এই মন্দিরের কিছু গোপন কথা?
হিন্দু ধর্মে মন্দিরে মঙ্গলা আরতির গুরুত্ব বলা হয়েছে। বাঁকে বিহারীর মন্দিরে জন্মাষ্টমীতে বছরে একবার মঙ্গলা আরতি করা হয়।
আর জন্মাষ্টমীর দিনেই মানুষ এই ঘটনা দেখার সৌভাগ্য পায়।
বিহারীজির পায়ের দর্শনও বছরে একবারই সম্ভব। বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়ার দিনে বিহারীজির চরণ দেখা যায়।
অন্যদিনগুলিতে তার পা রাধারানির লেহেঙ্গায় ঢাকা থাকে।
বিহারীজি বছরে মাত্র একবার শারদ পূর্ণিমার দিনে বাঁশি ধারণ করেন।
এটা বিশ্বাস করা হয় যে বিহারীজির হাত খুব নরম এবং তিনি যেন কোন প্রকার ব্যথা না পান।
বাঁকে বিহারীর দর্শনের ব্যাপারে এটাও বলা হয় যে তাঁকে কেবল অর্ধনারীশ্বর রূপে দেখা যায়।
এর একপাশে বিহারীজির রূপ এবং অন্য পাশে রাধা রানির রূপ।
বলা হয় যে প্রতি রাতে বিহারীজির কাছে লাড্ডু রাখা হয়, কারণ এখানে বিহারীজির শিশু রূপের পূজা করা হয়।
রাতে ঈশ্বরের ক্ষুধা লাগে। আর সকালে এসব লাড্ডু ফেটে যেতে দেখা যায়।