22 AUG, 2023
BY- Aajtak Bangla
জন সিনা আবারও WWE তে ফিরছেন। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভক্তরা দারুণ খুশি।
ডব্লিউডব্লিউই সিনিয়র রেসলার জন সিনা নিজেই টুইট করে এই তথ্য জানিয়েছেন। ভাইরাল হচ্ছে তাঁর টুইট।
সিনা তাঁর টুইটে লিখেছেন, ‘WWE পরিবারে যোগ দেওয়ার জন্য অপেক্ষা করতে পারছি না... Smackdown-এ লাইভ দেখা হবে’।
জন তাঁর টুইটে আরও লিখেছেন যে আমি প্রথমবার ভারতে রেসলিং করতে পেরে উত্তেজিত। সময় এসেছে, শীঘ্রই দেখা হবে।
জন সিনা 8 সেপ্টেম্বর ভারতে আসছেন। সেদিন অনুষ্ঠিত হতে চলেছে সুপারস্টার স্পেকট্যাকল ইভেন্ট। যা নিয়ে প্রচার শুরু হয়ে গিয়েছে।
রোমান রেন্স সুপারস্টার স্পেকট্যাকেলে না থাকার কারণে ভক্তরা বিরক্ত ছিলেন, তবে জন সিনার আগমনে তারা খুব খুশি।
তবে এবারের আসরে জন সিনার প্রতিপক্ষ কে হবেন? বিষয়টি এখন পর্যন্ত পরিষ্কার হয়নি। জন সিনা ১৬ বারের বিশ্ব চ্যাম্পিয়ন।
সিনাকে আগামী মাসের স্ম্যাকডাউনের প্রথম পর্বের সময় রিংয়ে দেখা যাবে, যেটি ১ সেপ্টেম্বর পেনসিলভানিয়ার হার্শে-এর জায়ান্ট সেন্টারে অনুষ্ঠিত হতে চলেছে৷
এর পরে, ডাব্লুডাব্লিউই সুপারস্টাররাও স্পেকট্যাকল-এ যুক্ত হবেন, যা একটি লাইভ ইভেন্ট, যা ৪ সেপ্টেম্বর ভারতে অনুষ্ঠিত হবে।
রেসলিং ছাড়াও হলিউডের অনেক ছবিতে কাজ করেছেন জন সিনা। এ ছাড়াও তিনি অনেক বই লিখেছেন।