6 NOVEMBER, 2024

BY- Aajtak Bangla

জোড়া ভ্রু শুভ নাকি অশুভ? ভাগ্য জানুন

বলা হয় যে কোনো ব্যক্তির ভ্রু সেই ব্যক্তির স্বভাব প্রকাশ করে।

অনেকে জোড়া ভ্রুকে অশুভ মনে করেন আবার কেউ কেউ এটাকে শুভ বলে মনে করেন।

 আসুন জেনে নিওয়া যাক কোনটা সঠিক এবং সমুদ্রশাস্ত্র কী বলে?

সমুদ্র শাস্ত্র অনুসারে, যাদের ভ্রু জোড়া হয় তারা খুব পরিশ্রমী হন।

মহিলাদের সম্পর্কে বললে, জোড়া ভ্রু ভাল বলে মনে করা হয় না। এই ধরনের মহিলারা স্বভাবে ঝগড়াটে হয়।

যাদের ভ্রু ঘন এবং গভীর এবং নাকের কাছে পাতলা তাদের শুভ বলে মনে করা হয়। এই ধরনের লোকেরা রাজতন্ত্র ও রাজনীতির ক্ষেত্রে তাদের পরিচয় তৈরি করেন।

যাদের ভ্রু কুঁচকে থাকে  তাদের স্বাভাবিক জীবনধারা থাকে। এই ধরনের লোকদের জীবন কেবল নিজের যত্ন নেওয়ার মধ্যেই ব্যয় হয়। তাদের বুদ্ধিমত্তাও স্বাভাবিক।

যাদের ভ্রু গভীর ও কালো তারা ভাগ্যবান। তারা অল্প বয়সেই বড় সাফল্য অর্জন করে। তারা সম্মান পায়।

যাদের ভ্রু কিছুটা উঁচু বা নিচু, এই ধরনের মানুষের সবসময় অর্থের অভাব হয়। তা ছাড়া এই মানুষগুলো স্বভাবেও রাগী।

যাদের হালকা ভ্রু আছে তারা গম্ভীর হন। হালকা ভ্রুযুক্ত লোকেরা তাদের ভবিষ্যত নিয়ে চিন্তিত এবং তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেন না।

যাদের ভ্রু পাশ থেকে সামান্য উঁচু এবং মাঝখান থেকে নিচের দিকে তারা সৌন্দর্য প্রেমিক বলে বিবেচিত হয়। কিন্তু এরা নির্ভরযোগ্য হন না।