BY- Aajtak Bangla
07 AUGUST, 2023
এই পৃথিবীতে জন্ম নেওয়া প্রতিটি মানুষই তার নিজের ভাগ্য সঙ্গে নিয়ে আসে। আমাদের জন্মছকে অনেক ধরনের যোগ রয়েছে।
এই যোগগুলির মধ্যে কিছু খুব ভাল হতে পারে আর কিছু খুব খারাপ হতে পারে। কিছু যোগে জীবনে মিশ্র ফল মেলে। এমনই একটি যোগ হল কালসর্প যোগ।
যদি কোনও ব্যক্তির জন্মছকে কালসর্প দোষ থাকে তবে তাকে অনেক সমস্যায় পড়তে হয়। কালসর্প যোগ অনেককে গরীব থেকে রাতারাতি কোটিপতি করে দিতে পারে।
রাহু-কেতু গ্রহ নয়, জ্যোতির্বিদ্যার গণনার দুটি বিন্দু মাত্র। জ্যোতিষশাস্ত্রের গণনার ক্ষেত্রে রাহুকে উত্তর মেরু এবং কেতুকে দক্ষিণ মেরু বলা হয়। রাহুর মুখ সাপের আর কেতুর মুখ লেজের।
রাহু ও কেতু যখন কোনও ব্যক্তির জন্মছকে থাকে, তখন ওই ব্যক্তি সর্বদাই পিছিয়ে থাকে এবং অন্যান্য সমস্ত গ্রহ রাহু ও কেতুর প্রভাবে প্রভাবিত হয়। তখনই ওই ব্যক্তিকে কালসর্প দোষের সম্মুখীন হতে হয়।
কালসর্প যোগ ১২ প্রকারের হয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, কালসর্প দোষ এবং যোগ বিশ্বের সমস্ত বিখ্যাত এবং প্রভাবশালী ব্যক্তিদের জন্মছকে পাওয়া যায়।
রাহু-কেতু যদি কোনও ব্যক্তির জন্মছকে শুভ অবস্থানে থাকে, তবে ওই ব্যক্তি প্রচুর অর্থলাভ করেন। কালসর্প শুভ যোগে কোনও ব্যক্তি রাতারাতি গরীব থেকে ধনী হয়ে যেতে পারেন।
অন্যদিকে, যখন উভয় ছায়া গ্রহই (রাহু-কেতু) কোনও ব্যক্তির জন্মছকে অশুভ অবস্থানে থাকে, তখন একজন ব্যক্তি দেখতে দেখতে রাজা থেকে ফকির হয়ে যান।
তাই জ্যোতির্বিদ্যার গণনার ভিত্তিতে জন্মছকে রাহু ও কেতু শুভ অবস্থানে থাকে, তাহলে নানা বাধা-বিপত্তি সত্ত্বেও প্রচুর অর্থলাভ, উন্নতির প্রবল সম্ভাবনা তৈরি হয়।