26 October 2024

BY- Aajtak Bangla

কালী আরাধনায় কেন জবা ফুলই লাগে? অন্য ফুল নয়!

কালীপুজো আসছে। মা কালীর পুজো মানেই জবা ফুল মাস্ট। জবা ফুল ছাড়া কালীর আরাধনা হয় না।

এখন প্রশ্ন হল, কালীর আরাধনায় কেন জবা ফুলই দরকার হয়। অন্যান্য ফুল কেন নয়।

এর নানা ব্যাখ্যা রয়েছে পুরানে। তবে প্রচলিত ব্যাখ্যাটি তুলে ধরা হল। আপনি হয়তো জানেন, অনেকেই জানেন না, তাঁদের জন্য।

মা কালীর জিভের রং লাল। জিভ, সংস্কৃতে জিহ্বা। যার মানে পরম বাক।

কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত, জিহ্বা স্পর্শ করলে ধ্বনি তৈরি হয়।

লাল জিহ্বা বা জিভের প্রতীক হিসেবেই দেখা হয় জবা ফুলকে। আদি বাক।

লাল রং মহিলাদের ঋতুচক্রেরও প্রতীক। ঋতুচক্র মানেই সৃষ্টি। সৃষ্টির আদি রূপ কালী। তাই রক্ত জবা দিয়েও মা কালীর আরাধনা হয়।

আবার লাল রং হল বিপদের প্রতীক অর্থাৎ নারীকে অসম্মান করলে, তার ফল ভয়াবহ হতে পারে।

এর বহু নিদর্শন আমাদের প্রাচীন মহাকাব্য হতে বর্তমান সময়ে ছড়িয়ে রয়েছে। সেই লালের বিপদ বার্তা ও সাবধান চেতনা জবা দ্বারা সূচিত করা হয়।