BY- Aajtak Bangla
13 OCTOBER 2025
কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে হয় কালী পুজো বা শ্যামা পুজো।
দেশের বিভিন্ন প্রান্তরে, প্রায় মাস খানেক আগে থেকে শুরু হয় কালী পুজোর প্রস্তুতি।
দেবীর আরাধনা সর্বজনবিদিত। মন্দিরে ছাড়াও একাধিক বাড়িতেও কালীপুজো হয়।
বাংলায় কালীপুজোকে দীপান্বিতা পুজো বা দীপাবলিও বলা হয়ে থাকে। জানুন কালী পুজোর সম্পূর্ণ নির্ঘণ্ট।
কালীপুজোর তারিখ - ২০ অক্টোবর (২ কার্তিক), সোমবার।
২০ অক্টোবর, দুপুর ২/৫৫ থেকে ৩ অক্টোবর বিকেল সন্ধ্যা ৪/২৫ মিনিট পর্যন্ত অমাবস্যা তিথি থাকবে।
দেবী কালীর প্রার্থনা মন্ত্র- 'এষ ধুপঃ ওঁ ক্রীং কাল্ল্যৈ নমঃ'
১০৮ বার জপ মন্ত্র 'ওঁ ক্রীং কাল্ল্যৈ নমঃ '