6 November 2023

BY- Aajtak Bangla

কালীপুজোর উপোস করার নিয়ম, জানুন বিস্তারিত 

আর কয়েকদিন পরই কালীপুজো। অনেকেই কালীর আরাধনায় উপোস করে থাকেন। তার আগে জানুন উপবাসের নিয়ম। 

শাস্ত্রমতে, নিঃজলা উপবাস ভালো। তবে না পারলে ভগবানকে ভোগ দিয়ে(পঞ্চশস্য বর্জিত) প্রসাদ গ্রহণ করা যেতে পারে।

উপবাসের দিন যেমন নিয়ম মেনে চলতে হয় তেমনি উপবাসের আগের দিনও একাধিক নিয়ম মেনে চলা উতিত। 

উপোসের আগের দিন, রান্নাঘর পরিষ্কার করে হাঁড়ি কড়াই পরিষ্কার করুন।

সেদিন নিরামিষ ভোজন করতে হবে। একবেলা অন্নগ্রহণ করতে হবে। এতে অসমর্থ হলে নিরামিষ ভোজন করুন

উপবাসের আগে দিন সহবাস নিষিদ্ধ। উপোসের দিন সকালে উঠে স্নান করে পরিষ্কার ও ধোয়া কাপড় পরতে হবে।

তেল মাখা, দিবা নিদ্রা, সহবাস, পাশা খেলা/জুয়া খেলা, নেশা করা, বিলাসি বেশভূষা সম্পূর্ণ বর্জনীয়।

সম্পূর্ন উপবাস না করতে পারলে দুধ, জল, ফল-মুল, মধু, ওষুধ খাওয়া যেতে পারে।