BY- Aajtak Bangla
11 november 2023
রবিবার কালীপুজো। এই পুজো মানেই শক্তির আরাধনা ৷
প্রধানত শাক্ত ধর্মাবলম্বীরা কালীর পুজো করেন।
দশমহাবিদ্যা মতে পূজিত প্রধান দশ জন দেবীর মধ্যে প্রথম দেবী হলেন কালী। আর ৮টি রূপের উপাসনা আমরা করি।
যা অষ্টধা বা অষ্টবিধ নামে পরিচিত। কালীর বিভিন্ন রূপের বর্ণনা পাওয়া যায় বিভিন্ন পুরাণ ও তন্ত্রে।
তাহলে জেনে নিন মায়ের ৮টি রূপ কী কী
মা কালীর আটটি রূপ হল- দক্ষিণাকালী, চামুণ্ডাকালী, সিদ্ধকালী, শ্রীকালী, গুহ্যকালী, মহাকালী, ভদ্রকালী এবং শ্মশানকালী।
আর মা কালীর দশ নাম হল-১) সতী, ২)জয়া, ৩) সত্যানন্দস্বরূপিণী, ৪) ভবানী, ৫) চন্দ্রঘণ্টা, ৬) নিত্যা, ৭) দক্ষকন্যা, ৮) ত্রিনেত্রা, ৯) চিত্রা, ১০) দক্ষকন্যা।
এছাড়াও মা কালীর বেশ কিছু নাম আছে।
সেগুলি হল-ভবপ্রীতা, অহঙ্কারা, ভাবিনী, সদাগতি, নিশুম্ভনিশুম্ভহননী,মধুকৈটভহন্ত্রী, চণ্ডমুণ্ডবিনাশিনী , সর্বাসুরবিনাশা, সর্বদানবঘাতিনী, সর্বশাস্ত্রময়ী, সত্যা, সর্বাস্ত্রধারিণী, অনেকশস্ত্রহস্তা,নেকাস্ত্রধারিণী ,কুমারী, সাবিত্রী,প্রত্যক্ষা, ব্রহ্মবাদিনী।