12 November 2023

BY- Aajtak Bangla

শুধু উপোস নয়, কালীপুজোর পরদিন অবশ্যই মানতে হয় এই নিয়ম

কালীপুজোর দিন অনেকে উপবাস করেন। তবে উপোস করা সব নয়। 

  কালীপুজোর পরদিনও মানতে হবে একাধিক নিয়ম। তবেই ভাগ্য ফিরবে। 

কালী পুজোর দিন সন্ধ্যার পর বট গাছের গোঁড়ায় তিন বার কালো তিল রাখুন। 

কোনও মন্দিরে খাড়া দিতে পারেন। 

কালীপুজোর পরদিন অবশ্যই মন্দিরে প্রদীপ জ্বালান। 

কালীপুজোর উপবাস করার পরদিন পুজোর পরদিন ব্রাহ্মণ ভোজন করান

যদি ব্রাহ্মণ ভোজন না করাতে পারেন তাহলে ব্রাহ্মণকে কিছু দান করুন

উপবাস করলে পরেরদিন বাড়িতে ধূপ-ধুনো দিন। 

উপবাসের পরদিন শিবপুজো করুন। এই নিয়মগুলো মানলে তবেই আপনার মঙ্গল হবে।