BY- Aajtak Bangla
12 SEPTEMBER, 2023
তারাপীঠে মায়ের দর্শন করতে গেলে বাড়তি কিছু সুবিধা পেতে জেনে নিন কিছু তথ্য।
প্রত্যেক বছর ১৪ সেপ্টেম্বর কৌশিকী অমাবস্য্যার দিনে ভক্তদের ভিড়ের কারণে কিছু জিনিষের দাম অনেক বেড়ে যায়।
এই দিনে রামপুরহাট থেকে তারাপীঠে যেতে গেলে অটো, ট্রেকারের ভাড়া ১০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয় বলে অভিযোগ অনেকেরই।
তবে তারাপীঠ ডেভেলপমেন্ট অথোরিটির তরফ থেকে জানানো হয়েছে কোনো ভাড়া বাড়ানো হয়নি।
সারা বছরের তুলনায় হোটেলের ভাড়া এইদিন ১০ গুণ বাড়ানো হয় বলে অভিযোগ অনেকেরই।
তাই এবারে হোটেল ব্যবসায়ী সমিতির তরফ থেকে জানানো হয়েছে সারা বছরের মতোই এই অমাবস্যার দিনেও একদিন হলেও হোটেল ভাড়া একই নেওয়া হবে।
তবে কোনো হোটেল এই কথার অমান্য করলে সেই হোটেলের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সমিতি।
তারাপীঠ মন্দির কমিটি এই উদ্যোগকে সমর্থন জানিয়েছে।
এই দিনে ভক্তরা নিশ্চিন্তে দর্শন করতে পারবে বলেও জানিয়েছে তারাপীঠ মন্দির কমিটি।