BY- Aajtak Bangla

কৌশিকী অমাবস্যা কখন ছাড়ছে? সবচেয়ে শুভ তিথি রইল

2 SEP, 2024

আজ কৌশিকী অমবস্যা। বড় পূণ্যের দিন। তারাপীঠে ভক্তদের বিশাল ভিড়। তন্ত্র সাধকরা আজ তারা মায়ের বিশেষ সাধনায় বসবেন রাতে।

আজ মা তারাকে রাজবেশে পুজো করা হয়। পুরাণ বলছে, শুম্ভ-নিশুম্ভ দুই অসুর ভাইকে বধ করার জন্য কৌশিকী দেবী আবির্ভূতা হয়েছিলেন।

দেবী পার্বতীর দেহকোষ থেকে তিনি আবির্ভূতা হয়েছিলেন বলে, তাঁকে কৌশিকী নামে অভিহিত করা হয়। মহামায়ারই আরেক রূপ।

আজ কৌশিকী অমাবস্যা কখন লাগছে ও কখন ছাড়ছে?

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে কৌশিকী অমাবস্যার তিথি: ১৬ ভাদ্র (রবিবার, ১ সেপ্টেম্বর) ভোর ৫ টা ২৩ মিনিটে অমাবস্যা তিথির শুরু।

১৭ ভাদ্র (সোমবার, ২ সেপ্টেম্বর) দিনভর অমাবস্যা থাকছে। ২৪ ঘণ্টার বেশি থাকছে অমাবস্যা তিথি।

১৮ ভাদ্র (মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর) সকাল ৭ টা ২৬ মিনিটে অমাবস্যা তিথি ছাড়বে।

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে কৌশিকী অমাবস্যার তিথি: অমাবস্যা তিথি শুরু ১৫ ভাদ্র (রবিবার, ১ সেপ্টেম্বর) ভোর ৫ টা ৫ মিনিট ৫২ সেকেন্ডে।

১৬ ভাদ্র (সোমবার, ২ সেপ্টেম্বর) অহোরাত্র অমাবস্যা থাকছে। অমাবস্যা তিথি শেষ হবে ১৭ ভাদ্র (মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর) সকাল ৬ টা ২৯ মিনিট ৫৮ সেকেন্ডে।

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে কৌশিকী অমাবস্যার তিথি: অমাবস্যা তিথি শুরু ১৫ ভাদ্র (রবিবার, ১ সেপ্টেম্বর) ভোর ৫ টা ৫ মিনিট ৫২ সেকেন্ডে।

১৬ ভাদ্র (সোমবার, ২ সেপ্টেম্বর) অহোরাত্র অমাবস্যা থাকছে। অমাবস্যা তিথি শেষ হবে ১৭ ভাদ্র (মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর) সকাল ৬ টা ২৯ মিনিট ৫৮ সেকেন্ডে।

কথিত আছে, কৌশিকী অমাবস্যা তিথিতে সাধক বামদেব বা বামা খ্যাপা মা তারার দর্শন পেয়েছিলেন।