BY- Aajtak Bangla
11 SEPTEMBER, 2023
আগামী ১৩ ও ১৪ সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা পড়েছে। এই সময় তারাপীঠে ভক্তদের সমাগম হয়।
অসংখ্য ভক্তের ভিড় নিয়ন্ত্রণ করতে পুলিশ কী কী ব্যবস্থা নিয়েছে জেনে নিন তারাপীঠ যাওয়ার আগে।
কৌশিকী অমাবস্যাকে ঘিরে তারাপীঠে তৎপর হয়ে উঠেছেন পুলিশ-প্রশাসন, তারাপীঠ মন্দির কমিটি ও তারাপীঠ উন্নয়ন পরিষদ।
তারাপীঠ মন্দিরের সভাপতি তারাময় বন্দ্যোপাধ্যায় এ প্রসঙ্গে জানিয়েছেন যে গোটা মন্দির ঘিরে ফেলা হয়েছে বাঁশ দিয়ে। যাতে মানুষের ভিড় নিয়ন্ত্রণে থাকে এবং দর্শনার্থীরা সুরক্ষা সহকারে মায়ের দর্শন করতে পারেন।
এইদিন যেহেতু সারারাত ধরে মন্দির খোলা থাকে, তাই রাখা হচ্ছে মেডিক্যাল টিমও। এর পাশাপাশি মন্দিরের গর্ভগৃহও সারারাত খোলা থাকবে বলে জানা গিয়েছে।
পুলিশি নিরাপত্তা নিয়ে রামপুরহাটের এসডিপিও জানিয়েছেন যে কৌশিকী অমাবস্যায় আগত ভক্তদের সুরক্ষার কথা মাথায় রেখে গোটা মন্দির চত্ত্বর জুড়ে থাকবেন অসংখ্য পুলিশ, ৩৬টি ড্রপ গেট, অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম।
এছাড়াও থাকছে ড্রোনের বন্দোবস্ত। তারাপীঠ শশ্মানেও চলবে পুলিশি নজরদারি। ওয়াচ টাওয়ারও তৈরি করা হয়েছে।
সব মিলিয়ে কৌশিকী অমাবস্যাকে ঘিরে সাজো সাজো রব শুরু হয়ে গিয়েছে তারাপীঠ জুড়ে।
তারাপীঠে কৌশিকী অমাবস্যার প্রস্তুতি এখন তুঙ্গে।
তারাপীঠ মহাশশ্মান চত্ত্বর জুড়ে তৈরি হয়েছে যজ্ঞ কুণ্ড।